রাজবাড়ীতে কাঠের ফ্রেমে চাপা পড়ে শ্রমিক নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৩
অ- অ+

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমে চাপা পড়ে অয়ন আলী (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন আলী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলের ক্রেনচালক মো. ইমরান জানান, বুধবার চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কন্টেইনার আসে। বৃহস্পতিবার সকালে ওই কন্টেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারী ফ্রেম থাকে। সকাল ১০টার দিকে কন্টেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারী হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়। এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে এবং তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা