অর্থাভাবে চিকিৎসা ব্যাহতের খবর

জুলাই বিপ্লবে আহত সাজিদের বাড়িতে ছুটে গেলেন এসপি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
অ- অ+

জুলাই বিপ্লবে গত ৪ আগস্ট সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়েছিলেন সাজিদ মন্ডল। থানা রোডে এসে সাউন্ড গ্রেনেড আর কাঁদানে গ্যাসের শিকার হন। আত্মরক্ষার জন্য হিতৈষী স্কুলের দিকে গেলে সেখানে ছাত্রলীগ ও যুবলীগের হামলার শিকার হন। তাকে বেধড়ক পেটায় যুবলীগের সদস্যরা। এতে সারা শরীরে থেঁতলে যায় এবং হাত পা ভেঙে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বিছানায় কাটছে তার দিন-রাত। অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছেন না।

এমন খবরে রবিবার সকাল সাড়ে ১০টায় সাজিদ মন্ডলকে দেখতে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুরে তার বাড়িতে ছুটে যান পুলিশ সুপার মো. আব্দুল জলিল। এসময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া সহ তাকে আর্থিক সহায়তা করেন পুলিশ সুপার। এছাড়া তার ওপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারেরও আশ্বাস দেন তিনি।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সাজিদ। দুই বোন এক ভাইয়ের মধ্যে ছোট সে। তার বাবা জাহাঙ্গীর মন্ডল একজন ইজিবাইক চালক।

সাজিদের বাবা জানান, আহতের পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। তার ডান হাতের আঙুল, বাম হাতের মাঝ বরাবর ও ডান পায়ের গোড়ালির থেকে টাকনুর মাঝামাঝি ভেঙে গেছে। হাসপাতাল থেকে অস্ত্রোপচার করে রড ঢুকিয়ে দিয়েছে। রিলিজের পর এখন বাসায়। ৩/৪ মাস পর হাসপাতাল থেকে রডের স্ক্রু খুলতে যেতে হবে। এক বছর পর বড় একটি অপারেশন করতে হবে।

সাজিদের বাবার ভাষ্য, হাসপাতাল থেকে ছাড় পেলেও সাজিদের দশা খুবই করুণ হয়ে উঠেছে। চিকিৎসা ব্যয়ই মিটছে না। পথ্য মিলবে কীভাবে? পুষ্টিহীনতার শিকার সাজিদের হাড়গোড় বেরিয়ে গেছে।

পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, সাজিদের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নিয়েছি, পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এখনো তারা কোনো মামলা করেনি। হামলা যারা করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলা হয়েছে।

তিনি আরো জানান, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া সাজিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। পরবর্তীতেও খোঁজ খবর রাখা হবে। অন্য যারা নিহত ও আহত হয়েছে তাদের বাড়িতেও পর্যায়ক্রমে যাবো।

এসময় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান সহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা