শরীয়তপুরে ডিবির অভিযানে একজনের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩১| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৪
অ- অ+

শরীয়তপুরের জাজিরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলাকালে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, অভিযানকালে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। আর ডিবি বলছে, অভিযানে আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারীকান্দি এলাকায় ঘটনা ঘটে। মৃত মিলন বেপারি একই এলাকার আমজাদ বেপারীর ছেলে।

জেলা ডিবি পুলিশ পরিবার সূত্র জানায়, শনিবার রাতে নাওডোবা পদ্মা সেতু এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নওশের আলীসহ সদস্যের দল। এ সময় মোজাম্মেল নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেন তারা।

মোজাম্মেলের স্বীকারোক্তি অনুযায়ী নাওডোবা এলাকার কালু বেপারীকান্দি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল বেপারির বাড়িতে অভিযান চালায় ডিবির দলটি। এ সময় জামাল বেপারির প্রতিবেশী মামা মিলন বেপারি আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

কিন্তু পরিবারের অভিযোগ, ডিবি পুলিশ পরিচয়ে মিলনকে ঘর থেকে বের করে মারধর করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিলন বেপারির ছেলে আল-আমিন বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে -১০ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে ঘর থেকে বের করে বাবাকে চেক করে। পরে দেখি তারা বাবাকে মারধর করছে। মাথায়, বুকে পিঠে ঘুষি দিচ্ছে। বাবা মাটিতে লুটিয়ে পড়লে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। দৌড়ে গিয়ে দেখি বাবা কোনো নিঃশ্বাস নিচ্ছে না। সময় আমার মা কান্নাকাটি শুরু করলে ডিবি পুলিশের সদস্যরা মোটরসাইকেল নিয়ে চলে যায়।’

মিলন বেপারির স্ত্রী রেনু বেগম অভিযোগ করেন, ‘ডিবি পরিচয় দিয়ে আমার স্বামীকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। আর দুজন ঘরে ঢুকে আমাদের বের হতে না করেন। আমি দরজা দিয়ে উঁকি দিলে তারা আমাকে বলে, একজন লোক অসুস্থ হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি এসে দেখেন। পরে দৌড়ে গিয়ে দেখি আমার স্বামী মুখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে ছয়জন লোক দাঁড়িয়ে ছিল। তাদের বলি, স্যার, আমার স্বামীকে হাসপাতালে নিতে হবে, তিনি নিঃশ্বাস নিচ্ছেন না। বলার পর তারা তিনটি মোটরসাইকেলে চলে যায়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকরাম এলাহী বলেন, মরদেহটির ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, ‘হাসপাতালে যিনি মারা গেছেন তার পরিবার হত্যার অভিযোগ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। আর আমাদের ফোর্সের কোনো অপরাধ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম বলেন, যদি কোনো অফিসারের অসদাচরণ থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা