ছাত্র আন্দোলনে ভবনে ঝুলে থাকা যুবককে গুলি করা সেই এসআই গ্রেপ্তার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে ছয় রাউন্ড গুলি করা পুলিশের সেই উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি বিশেষ ইউনিট এসআই চঞ্চলকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি আরও জানান, গত নভেম্বরে খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেন এসআই চঞ্চল চন্দ্র সরকার।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক যুবক। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই যুবক সেখানেই ঝুলে ছিলেন। যদিও ওই ঘটনায় তিনি বেঁচে গিয়েছিলেন।
গত ১৯ জুলাই রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় ফুফুর বাসায় থাকতেন। কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এজে)

মন্তব্য করুন