জমি বিক্রি না করায় প্রাবাসফেরত যুবককে মানহানি ও প্রাণনাশের হুমকি!  

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:১০
অ- অ+

স্থানীয় একটি কোম্পানির কাছে জমি বিক্রি না করায় প্রবাসফেরত এক যুবকের মানহানি, অপপ্রচার ও তার প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এই যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনটি করে তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী প্রবাসফেরত যুবক মো. হাসান বলেন, ‘স্থানীয় একটি কোম্পানির কাছে দালালদের মাধ্যমে জমি বিক্রি না করায় ইলিয়াসদি এলাকার ইসমাঈল, মোসা: রিমু, নুরুজ্জামান ও আনোয়ার আলী গংরা আমাদের ওপর হামলা করে আহত করে। পরবর্তীতে তারা থানায় গিয়ে উল্টো মিথ্যা অভিযোগ করে এবং বিভিন্নভাবে অপপ্রচার করে মানহানি করছে আমাদের।’

মো. হাসান অভিযোগ করেন, ‘আমাকে ও আমার পরিবারকে তারা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছি। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা