নিয়মরক্ষার ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
অ- অ+

চলতি বিপিএলটা ভালো যাচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। ইতোমধ্যেই তাদের বিদায় নিশ্চত হয়ে গেছে। সে হিসেবে আজ সোমবার দুর্বার রাজশাহীর বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছে সিলেট। আরিফুল হকের দলের জন্য এই ম্যাচ অর্থবহ না হলেও রাজশাহীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে টসও জিতেছে রাজশাহী। এরপর অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়েছেন, আগে বোলিং করবেন তারা।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে রাজশাহী। সেরা চারের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারবে না তাসকিনের দল। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।

পেমেন্ট না পাওয়ায় রংপুরের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানায় রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা, যা দলটির জন্য খুবই লজ্জাজনক। বলতে গেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এই প্রথমবার।

তবে নিজেদের শেষ ম্যাচে দুই বিদেশি ক্রিকেটারকে নিয়ে একাদশ তৈরি করেছে রাজশাহী। দুইজন হলেন রায়ান বার্ল ও আফতাব আলম।

একাদশ থেকে জায়গা হারিয়েছেন মিজানুর রহমান ও মোহর শেখ অন্তর। সিলেটের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। সুযোগ দেয়া হয়েছেন জন রাস জাগেশ্বর, সামিউল্লাহ শেনওয়ারি এবং সাজ্জাদুল হক রিপনকে। বাদ পড়েছেন জর্জ মানজি।

সিলেট স্ট্রাইকার্স- আরিফুল হক, জাকির হাসান, জাকের আলী, জন রাস জাগেশ্বর, কাদিম অ্যালিইনে, সামিউল্লাহ শেনওয়ারি, সুমন খান, রুয়েল মিয়া, আহসান হাফিজ ভাট্টি, সাজ্জাদুল হক রিপন এবং তানজিম হাসান সাকিব।

দুর্বার রাজশাহী- জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরি, এস এম মেহেরব, রায়ান বার্ল, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ (অধিনায়ক) এবং আফতাব আলম।

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা