বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি গুজব, তিনি সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:১৫
অ- অ+

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন, সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য গুজব বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক জীবিত আছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ অবস্থায় রয়েছেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তার মৃত্যুর তথ্য গুজব। আমি সকাল থেকে এমন তথ্য শুনছি। তিনি সুস্থ আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংক রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
বিএনপি শক্তিশালী হলে দেশ ও গনতন্ত্র শক্তিশালী হবে : তাইফুল ইসলাম টিপু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা