ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট: খুলনাসহ ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:১০| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩০
অ- অ+

খুলনায় তৃতীয় দিনের মতো ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট চলছে। তিনটি ডিপো পদ্মা, মেঘনা, যমুনা থেকে তেল উত্তোলন বন্ধ করা হয়েছে। এতে করে খুলনাসহ ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ করেছেন ট্যাংকলরি শ্রমিকরা।

এছাড়া তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় মঙ্গলবার দুপুরের পর থেকে ভোক্তা পর্যায়ে পেট্রোল পাম্পগুলোতেও তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা।

গত ২৬ জানুয়ারি খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মিথ্যা মামলায় আটক করায় খালিশপুরের কাশিপুর এলাকায় ট্যাংকলরি দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

শ্রমিক নেতৃবৃন্দ জানান, খুলনা ডিবি পুলিশ তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে দৌলতপুর থানায় হস্তান্তর করেছে। এমনকি আজ আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়নি। এদিকে তার মুক্তির দাবিতে ট্যাংকলরি শ্রমিকরা ট্যাংকলরি পরিবহন দিয়ে কাশিপুর তেল ডিপোর সামনে সারিবদ্ধ করে আটকে রাখা হয়।

এ বিষয় ট্যাংকলরি শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বলেন, মিথ্যা মামলায় আটক শ্রমিক নেতা আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

খুলনা এলেনা ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, আমাদের পেট্রোল পাম্প ডিপোতে যে তেল মজুদ ছিল তা প্রায় শেষ হওয়ার পর্যায়ে। আজ দুপুর থেকে বন্ধ হয়ে যেতে পারে। আমরা প্রতিদিন ৮ হাজার লিটার তেল বিক্রি করি। এখন ডিপো থেকে যদি তেল সরবরাহ না করে তাহলে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।

(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা