রাজশাহী রেঞ্জে নতুন ডিআইজি

রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজে ডিআইজি হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি, বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত) বসুদেব বনিককে পুলিশ সদরদপ্তরে (টিআর শাখা) পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন