নাইমের সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে রানের পাহাড় খুলনার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৩০| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭
অ- অ+

চলতি বিপিএলে নিজেদের শুরুটা দুর্দান্ত করে খুলনা টাইগার্স। তবে এরপরেই ঘটে ছন্দপতন। টানা হারে প্লে-অফে খেলাটা কষ্টকর হয়ে ওঠেছে তাদের জন্য। দুর্দান্ত খেলে দলটা এখন সমীকরণ মেলাতে ব্যস্ত।

সমীকরণের বোঝা মাথায় নিয়ে আজ রংপুরের বিপক্ষে খেলতে নেমেছে খুলনা। আজ হারলেই পথ ধরতে হবে বাড়ির। এমন একটি ম্যাচে মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে এবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২২০ রান তুলেছে খুলনা। জিততে হলে রংপুরকে করতে হবে ২২১ রান।

খুলনার হয়ে আজ ওপেনিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাইম। শুরু থেকেই দেখেশুনে খেলার চেষ্টা করেন তারা। প্রথম তিন ওভারেই তুলে নেন ২৯ রান। তবে পরের ওভারেই এই জুটিকে থামিয়ে রংপুরকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান।

মেহেদী হাসানের বলে আকিভ জাভেদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেন ১২ বলে ২১ রান। তার বিদায়ে ৩২ রানে ওপেনিং জুটি ভাঙে খুলনার।

আগের ম্যাচের মতো আজও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন খুলনার বিদেশি ক্রিকেটার অ্যালেক্স রোস। আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ২০ রানে সাজঘরে ফিরে যাওয়ার পর আজ রংপুরের বিপক্ষে ১৪ বলে ১২ রান করেই রান আউটের শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তার বিদায়ে ৬০ রানে ২ উইকেট হারিয়ে বসে খুলনা।

অ্যালেক্স রোসের বিদায়ের পর আরেক বিদেশি ক্রিকেটার উইলিয়াম বোসিস্টোকে সঙ্গে নিয়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন মোহাম্মদ নাইম। আগের ম্যাচের মতো আজও তিনি তুলে নেন অর্ধশতক। রংপুরের বিপক্ষে আজ তিনি ৩৩ বলে পূর্ণ করেন নিজের ফিফটি।

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামিয়ে আরও একবার রংপুরকে স্বস্তি এনে দেন আকিভ জাভেদ। আকিভ জাভেদের বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২১ বলে ৩৬ রান করা উইলিয়াম বোসিস্টো। তার বিদায়ে ভাঙে ৮৮ রানের জুটি।

উইলিয়াম বোসিস্টো ফিরে গেলেও মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে নিজের ব্যাটিং ঝড় চালিয়ে যান মোহাম্মদ নাইম। ৩৩ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর ৫৫ বলেই শক পূর্ণ করেন তিনি।

তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৫ বলে ২৯ রান করে ২০তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হন তিনি। শেষ পর্যন্ত নাইমের ৬২ বলের অপরাজিত ১১১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বড় পুঁজি পায় খুলনা। রংপুরের হয়ে আকিভ জাভেদ, ইফতেখার আহমেদ ও শেখ মাহেদী একটি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা