রংপুরকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো খুলনা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:২৬
অ- অ+

চলতি বিপিএলে রীতিমতো উড়ছিল উত্তরের দল রংপুর রাইডার্স। টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করে নেয় তারা। তবে ৮ ম্যাচে টানা জয়ের পর পরের চার ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলো রংপুর।

লিগ পর্বের নিজেদের শেষ ম্যাচে খুলনার কাছে ৪৬ রানে হারতে হয়েছে রংপুরকে। এই জয় দিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল খুলনা। নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারালে পারলেই প্লে-অফের টিকিট পাবে মিরাজরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আগে ব্যাট করে মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে ভর করে রংপুরকে পাহাড় সমান ২২১ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে পারে রংপুর। এতে ৪৬ রানের বড় জয় পায় খুলনা।

বড় লক্ষ্য তাড়া করার ম্যাচে রংপুরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার ও তৌফিক খান। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে যায় এই জুটি। ৮ বলে মাত্র ৯ রান করে নাসুম আহমেদের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তৌফিক খান। তার বিদায়ে ১১ রানেই প্রথম উইকেট হারায় রংপুর।

তৌফিক খানের বিদায়ের পর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান সৌম্য সরকার। তবে মাত্র ৬ রান করে রান আউটের শিকার হয়ে সাইফ হাসান ফিরে গেলে ২৫ রানে ভাঙে এই জুটি।

সাইফ হাসান ফিরে গেলে জুটি গড়ে দলের হাল ধরেন সৌম্য সরকার ও ইফতিখার আহমেদ। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রংপুর। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিক থামিয়ে খুলনাকে স্বস্তি এনে দেন মুশফিক হাসান।

মুশফিক হাসানের বলে মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ইফতিখার আহমেদ। আউট হওয়ার আগে করেন ১৫ বলে ১৯ রান। তার বিদায়ে ৭২ রানে ৩ উইকেট হারায় রংপুর।

৭২ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন সৌম্য সরকার ও মেহেদী হাসান। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে রংপুর। তবে থীতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন মেহেদী হাসান।

মোহাম্মদ নওয়াজের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৪ বলে ২৭ রান করা মেহেদী হাসান। তার বিদায়ে ভাঙে ৩৬ রানের জুটি।

মেহেদী হাসানের বিদায়ের পর একই ওভারে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান নুরুল হাসান সোহান। সোহানের বিদায়ে ১০৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে রংপুর।

এরপর একপ্রান্ত আগলে রেখে মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন সৌম্য সরকার। স্রোতের বিপরীতে দাঁড়িতে খুলনার বিপক্ষে আজ অর্ধশতক তুলে নেন সৌম্য। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে দলীয় ১৫২ রানে মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে গেলে ৪৪ রানে ভাঙে এই জুটি। পরে বলে ডাক আউট হন আজিজুল হক তামিম।

১২ বলে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৫২ রান। ১৯তম ওভারে মাত্র ৪ রান তোলে তারা। শেষ ওভারের দ্বিতীয় বোল্ড আউট হন ৪৮ বলে ৭৪ রান করা সৌম্য। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে পারে রংপুর। এতে ৪৬ রানের বড় জয় পায় খুলনা।

খুলনার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মুশফিক হাসান। এ ছাড়াও মোহাম্মদ নাওয়াজ দুটি, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা