জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:৪৩
অ- অ+

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচজন নিহত হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের করগ্রাম এলাকায় ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী আরিফুল ইসলাম, আলম মিয়া মিলিটারি, আব্দুল করিম ও এনাম ফকির। আহত আমজাদ ফকির হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি টাঙ্গাইল থেকে জামালপুরের দিকে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ট্রাকটি জামালপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

জামালপুর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে এবার বসছে ১৯টি কোরবানির পশুর হাট
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা