পূবাইলে মাজুখান জে এস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখানে জে এস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আবু তাহের।
অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক আবুল খায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এল,পি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন পূবাইল ইউনিয়ন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সরকার।
(ঢাকা টাইমস/৩১জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন