শাহপরীতে দেড় লাখ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক, পানিতে ঢুব দিয়ে একজনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩
অ- অ+

টেকনাফের শাহপরী দ্বীপে কোস্ট গার্ড ও র‌্যাব- এর যৌথ অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক হয়েছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে লম্বা সময় পানিতে ঢুব দিয়ে থাকার ফলে আরেক মাদক কারবারির মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১ টায় বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১ শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহল দল বোটটিকে থামার জন‌্য সংকেত প্রদান করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়। পরবর্তীতে কোস্টগার্ড আভিযানিক দল দুই ইয়াবা পাচারকারীকে সমুদ্র থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি তিন জন শাহপরী দ্বীপ, বেরিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, তল্লাশি চালিয়ে বোট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ২ জন পাচারকারীর মধ্যে আব্দুস সবি (৫০), পানিতে ডুবে গিয়েছিল। টানা ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে মাদক কারবারিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে, তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সত্বেও ১০ মিনিট পর তাকে মৃত ঘোষণা করেন।

জব্দকৃত ইয়াবা ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে 
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা