সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। তার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডে নেওয়া হয় একাধিক মামলায়।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন