কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে হানিফের বাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫
অ- অ+

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়াস্থ বাড়িতে ছাত্র-জনতা বুলডোজার দিয়ে ভাঙচুর চালিয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে হানিফের কুষ্টিয়া পিটিআই সড়কের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

গত ৫ আগস্ট হানিফের এই বাড়িটিতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনের গেটসহ দেওয়াল ভাঙচুর করে। বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়িতে কোনো আসবাবপত্র বা লোকজন ছিল না।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা জানান, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবেন। যিনি আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছেন, তিনি কী করে কর্মসূচি ঘোষণা করেন। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনো অস্তিত্ব রাখতে চাই না।

এদিকে হানিফের বাড়ি ভাঙচুরের পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া শহরের কদমতলা মোড়ের বাড়িতে ভাঙচুর করা হয়। এসময় তার বিলাসবহুল সাততলা বাড়ির সামনে মশাল মিছিল করে রাস্তায় আগুন ধরে বিক্ষোভ করা হয়।

(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা