কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে হানিফের বাড়ি ভাঙচুর

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়াস্থ বাড়িতে ছাত্র-জনতা বুলডোজার দিয়ে ভাঙচুর চালিয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে হানিফের কুষ্টিয়া পিটিআই সড়কের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
গত ৫ আগস্ট হানিফের এই বাড়িটিতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনের গেটসহ দেওয়াল ভাঙচুর করে। বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়িতে কোনো আসবাবপত্র বা লোকজন ছিল না।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা জানান, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবেন। যিনি আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছেন, তিনি কী করে কর্মসূচি ঘোষণা করেন। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনো অস্তিত্ব রাখতে চাই না।
এদিকে হানিফের বাড়ি ভাঙচুরের পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া শহরের কদমতলা মোড়ের বাড়িতে ভাঙচুর করা হয়। এসময় তার বিলাসবহুল সাততলা বাড়ির সামনে মশাল মিছিল করে রাস্তায় আগুন ধরে বিক্ষোভ করা হয়।
(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন