সিআইএফের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০২
অ- অ+

বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিল বা সিআইএফের নাগরিক সমাজ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন এম জাকির হোসেন খান ও চেঞ্জ ইনিশিয়েটিভ।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। চেঞ্জ ইনিশিয়েটিভের গণসংযোগ কর্মকর্তা রেজাউল হক সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেন।

এতে বলা হয়, ঢাকা চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান ২০২৫-২০২৭ মেয়াদে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) স্ট্র্যাটেজিক ক্লাইমেট ফান্ড কমিটির নাগরিক সমাজ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।

একইসঙ্গে চেঞ্জ ইনিশিয়েটিভ সিআইএফ-এর অফিসিয়াল পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিযুক্ত হয়েছে, যা জলবায়ু সুশাসন শক্তিশালী করা এবং জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে চেঞ্জ ইনিশিয়েটিভ -এর ভূমিকা আরও সুসংহত করবে।

নবনিযুক্ত পর্যবেক্ষক এম জাকির হোসেন খান বলেছেন, সিআইএফ-এর নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়। জলবায়ু বিনিয়োগ নীতিগুলো যেন আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর হয় সে লক্ষ্যে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। জলবায়ু অর্থায়নের জবাবদিহি নিশ্চিত করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য যথাযথ অর্থায়ন কাঠামো গড়ে তোলার পক্ষে আমরা সুপারিশ করবো।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বাউফলে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
মাগুরায় আছিয়ার বাড়িতে জামায়াত  আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা