কোপা দেল রে: ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
অ- অ+

ভ্যালেন্সিয়াকে সামনে পেলেই যেনো গর্জে উঠে বার্সেলোনা। তাদের গোলবন্যায় ভাসিয়ে জয় নিয়ে মাঠ ছাড়া নিয়মে পরিণত করে ফেলেছে বার্সা। এইতো গত মাসের শেষদিকে লা-লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।

তবে সেই হারের ক্ষত শুকিয়ে ওঠার আগেই ভিন্ন প্রতিযোগিতায় আবারও দলটিকে উড়িয়ে দিল বার্সা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ৫-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে বার্সা।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বার্সা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দে চমৎকার পাস দেন বক্সে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে নিচু শটে বল জালে পাঠান ফেররান তরেস। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ১৭ মিনিটে আবারও জালে বল জড়ান তরেস। এবার অবশ্য ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে জালে পাঠান তিনি। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিয়ে গোল দেন।

শুরুতেই ২-০ গোলে এগিয়ে গেলেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সা। ২৩ মিনিটে ফেরমিন লোপেজ ব্যবধান আরও বাড়ান। পেদ্রির বাড়ানো দুর্দান্ত পাস বক্সের মধ্যে পেয়ে গোলরক্ষককে বোকা বানান লোপেজ। ২৪ মিনিটে প্রথম কোনো ভালো সুযোগ তৈরি করে ভ্যালেন্সিয়া। তবে দারুণ সেভে জাল অক্ষত রাখেন ভয়চেক স্ট্যান্সনি।

৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। পেদ্রির ক্রসে রাফিনিয়া প্রথম স্পর্শে পাস দেন বক্সের বাইরে। বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তরেস। প্রথমার্ধ শেষ হয় ৪-০ গোলে।

বড় লিড পেয়েও দ্বিতীয়ার্ধে আক্রমণ বজায় রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে গোল পেতে পারতেন ইয়ামাল। তবে তরুণ স্প্যানিশ উইঙ্গারের শট পোস্টে লাগে। পরের মিনিটে তার শট ঠেকান গোলরক্ষক। ৫৯ মিনিটে জালের দেখা পান তিনি। রাফিনিয়ার দারুণ নৈপুণ্যে বল পেয়ে তার শট প্রতিপক্ষের পা ছুঁয়ে জালে জড়ায়। ম্যাচের বাকিটা সময় দুদলই বেশ কিছু আক্রমণ শাণালেও জালে বল জড়াতে পারেনি কেউই।

(ঢাকাটাইমস/০৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা