একঝাঁক উদ্যমী তরুণদের ‘আরবিট ক্রিয়েটিভ হাব’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭
অ- অ+

যাত্রা শুরু করল বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’। বুধবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে এক ঝাঁক তারকা অভিনয়শিল্পীর হাত ধরে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

অরবিট ক্রিয়েটিভ হাবে বিজ্ঞাপন, ওভিসি, কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সকল ধরনের ক্রিয়েটিভ সার্ভিস দেয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। আরবিট ক্রিয়েটিভ হাব যেকোনো সমস্যার বড় সমাধান। অনলাইন ও অফলাইন ব্যবসার সকল প্রকার বিজ্ঞাপন আরবিট ক্রিয়েটিভ হাব আরও সহজ করছে। আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। তারাও বেশকিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা করেছে। সেই কাজগুলোতেও আমাকে পাওয়া যাবে। আশা করি, ভালো কিছু হবে।’

অভিনেত্রী সুবহা বলেন, ‘এটি ক্রিয়েশনের জায়গা। আমরা ভালো কাজের জন্য ভালো জায়গা পাই না। কিন্তু আরবিট ক্রিয়েটিভ হাব সেরা। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন আরবিট ক্রিয়েটিভ হাব-এর প্রতিষ্ঠাতা সিইও মো. কাজী কাদের নেওয়াজ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজওয়ান, এহসানুল ইশান, কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতম প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা