আনন্দ সিনেমা হলের সামনে ককটেল সদৃশ বস্তু রেখেছিল কারা?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬
অ- অ+

রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে শের-ই বাংলা নগর থানাধীন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

শের-ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আজম ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে বোমার মতো বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় উদ্ধারের পর দেখা যায় জর্দার কৌটাতে ককটেলের মতো করে বানানো। পরবর্তীতে সেগুলো পুরাতন বাণিজ্যমেলার মাঠে নিষ্ক্রিয় করা হয়েছে।

তিনি বলেন, “জনমনে ভীতি সৃষ্টি করতে কেউ হয়তে এগুলো রেখেছিল, কারণ এগুলোর ভেতরে বারুদ ছাড়া অন্য কিছু ছিল না। কে বা কারা রেখেছিল তা বের করতে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা