আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে অস্ত্রের মহড়া ও গুলি, আহত ৫

সাভার প্রতিনিধি
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮
অ- অ+

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার বিকাল ৩টার দিকে জামগড়া চৌরাস্তা-সংলগ্ন ব্রুকহিল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, আশুলিয়ার এস সুহি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে স্থানীয় রনি ভূইয়া ও শরীফ চৌধুরীর লোকজনের মধ্যে অস্ত্রের মহড়া ও গুলির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, আশুলিয়ার এস সুহি কারখানা থেকে স্থানীয় রনি ভূইয়ার লোকজন ঝুট বের করতে গেলে শরীফ চৌধুরীর লোকজন বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েক রাউন্ড গুলিও করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন।

গুলিবিদ্ধরা হলেন হবিগঞ্জ সদর থানা এলাকার মো. ডালিমের ছেলে কাপ্তান (১৬) এবং টাঙ্গাইল সদর থানার পিটনা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মঞ্জু মিয়া (১৮)। তারা আশুলিয়ার জামগড়া এলাকার পৃথক দুটি বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, রবিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে তাঁতী দলের নেতা বকুল ভুইয়ার লোকজন ঝুটের গাড়ি নিয়ে বের হয়। কিছুক্ষণ পরেই শরীফ চৌধুরী নামের এক ব্যক্তির লোকজন ঝুট ও এর ব্যবসা দখলে নিতে হামলা করে। হামলার সময় দুপক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

শরীফ চৌধুরীর লোকদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা ছয় রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন বলেও জানান।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা