তরুণ ইসলামি স্কলার হিসেবে সারা বিশ্বে পরিচিত এম মাজহারুল ইসলাম 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৪
অ- অ+

বর্তমান সময়ে বাংলাদেশের খ্যাতিমান জনপ্রিয় তরুণ দা’ঈ, মোফাচ্ছিরে কোরআন এম মাজহারুল ইসলাম। তার কোরআন ও হাদিসের তথ্যভিত্তিক আলোচনা মুগ্ধ করে সবাইকে। তরুণ এ দা’ঈ একাধারে একজন ইসলামি বক্তা, লেখক ও গবেষক। বিভিন্ন সময় তার আলোচনা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে মূহুর্তেই পৌছে যায়।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাজহারুল ইসলামের ব্যক্তিগত পেজে (M Mazharul Islam) প্রায় ১৭ লাখের বেশি অনুসারী রয়েছেন। এছাড়া বিভিন্ন ইসলামিক পেজে তার ভিডিওগুলো প্রতিনিয়ত অসংখ্য মানুষ দেখেন।

তরুণ এ ইসলামি আলোচক বলেন, ‘আমার স্বপ্ন সারা বিশ্বে মুবাল্লিগ হিসেবে নিজের চিন্তা চেতনা ছড়িয়ে দেওয়া এবং সুন্নতে নববীর অনুসরণ করে দাওয়াতের এই প্লাটফর্মে অবদান রাখা। ইতোমধ্যে আমি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একসঙ্গে সফর করার নিয়ত করেছি। যাত্রা শুরু করতে চাই রাসূলের দেশ সৌদি আরব থেকেই।

তিনি বলেন, ‘আমার বহু আলোচনা বিভিন্ন ইসলামিক পেজ থেকে সারা বিশ্বে নিয়মিত ছড়িয়ে যাচ্ছে। মানুষ সেসব আলোচনা শুনে উপকৃত হচ্ছে। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। আলোচনার ক্ষেত্রে সবসময় নিজেকে সমালোচনার উর্ধ্বে রাখার চেষ্টা করি। তারপরও কোনো ভুল হলে শুধরে নেওয়ার চেষ্টা করি। কেননা সবকিছুর জন্য প্রয়োজন সৎ সাহস।’

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘হিম্মত আর সাহস নিয়ে আল্লাহ'র উপর তাওয়াক্কুল করে এগিয়ে গেলে সবকিছুই সম্ভব। আমার মাধ্যমে একজন মানুষও যদি উপকৃত হয়, তাতেই আমার স্বার্থকতা। এর প্রতিদান তো আল্লাহ তাআলাই দেবেন। আল্লাহর কাছে চাওয়া একটাই, তিনি যেন আমাকে আমরণ দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন।

মহান আল্লাহ তা'আলা সূরা হামিম সিজদায় বলেন, ‘তার কথার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে আমি মুসলমান।’ সহিহ বুখারিতে নবীজি (সা.) বলেন, ‘প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয়।’

তিনি বলেন, ‘তাই আমাদের সবার উচিত উত্তম কথা বলা, মানুষকে সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহর দিকে ডাকা এবং নেক কাজ করা আর বলা, আমি একজন মুসলমান। তার কারণ, আমাদের প্রধান উদ্দেশ্য হলো ইসলামের বাণী সর্বস্তরে পৌছে দেওয়ার কাজে অংশ নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা।’

সবশেষে তরুণ ইসলামি স্কলার এম মাজহারুল ইসলাম বলেন, ‘আমি আল্লাহর সাহায্য এবং সকলের দোয়া নিয়ে আমার সুদূরপ্রসারী চিন্তা চেতনার ধারা অব্যাহত রেখে সারা বিশ্বে ইসলামের সঠিক ম্যাসেজ পৌঁছে দিতে চাই।’

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
ওমরাহর বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
রাজধানীতে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ সদস্যের দাফন সম্পন্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা