কুমিল্লায় ‘ডেভিল হান্ট’ অভিযানে ৩ আ. লীগ নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫১
অ- অ+

কুমিল্লার বুড়িচংয়ে 'ডেভিল হান্ট' অপারেশনে তিন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— কুমিল্লা জজ কোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর মামলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রেজাউল ও জামালকে রবিবার রাতে বুড়িচং থানা পুলিশ আটক করে। এদিকে আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরীহ মানুষ গ্রেপ্তার, লাশ দাফনে চাপ— গোপালগঞ্জ নিয়ে আসকের তদন্ত প্রতিবেদন
সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ: নাহিদ ইসলাম
বিরামপুরে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ তিন পরিবারের পাশে শামসুজ্জামান দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা