সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ৭ জন আটক 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪
অ- অ+

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি মো. আকরামিন হোসেন (২১), শান্তিগঞ্জ থানার বগলাকাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী (৬০), মধ্যনগর থানার রৌহা গ্রামের বাসিন্দা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি মো. খোকন মিয়া (৪০), জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান তেরা মিয়া (৪০), ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮), সুনামগঞ্জ সদর থানাধীন ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ (৪০)।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।’

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপির শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা