মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ইউএসএআইডির ভবিষ্যৎ যা-ই হোক বাংলাদেশে মার্কিন সহায়তা লাগবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১
অ- অ+

মার্কিন নতুন সরকারের সিদ্ধান্তে বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডির ভবিষ্যৎ যা-ই হোক নতুন বাংলাদেশ পুনর্গঠন ও সংস্কারের গুরুত্বপূর্ণ সময়ে মার্কিন সহায়তা লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টর সঙ্গে সাক্ষাত করতে যমুনায় যান। সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সব বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করেন। এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে ইউএসএআইডির প্রকল্পগুলো স্থগিত করার নির্দেশ দেয়। সংস্থাটির কম্পিউটার সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ইউএসএআইডির ভবিষ্যৎ যা-ই হোক, বাংলাদেশের পুনর্গঠন ও সংস্কারের গুরুত্বপূর্ণ সময়ে মার্কিন সহায়তা প্রয়োজন।

ঐকমত্য কমিশন গঠন ও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, একবার সংস্কার নিয়ে মতৈক্যে পৌঁছালে রাজনৈতিক দলগুলো তা বাস্তবায়নে জুলাই সনদে স্বাক্ষর করবে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স নতুন সরকারের নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতি জোর দেন। নিরাপত্তা বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কেও জানতে চান তিনি।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, ব্রিটিশ গণমাধ্যম
মোদি সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের ‘এক্সের’ মামলা
জামালপুরে মালচিং প্রযুক্তিতে চাষাবাদ, কম খরচে লাভবান কৃষক
‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা