অপারেশেন ডেভিল হান্ট: চাটখিলে কানা ইব্রাহিমসহ আটক ৩

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫
অ- অ+

নোয়াখালীর চাটখিলে অপারেশেন ডেভিল হান্টে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করা হয়েছে৷ বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চাটখিল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন- চাটখিল পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল ওরফে কানা ইব্রাহিম (৪৮), পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন (৪৪) ও খিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম জিহাদ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনাকালে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা নষ্ট ও ক্ষতিকর কাজ সংঘটনের চেষ্টায় নিয়োজিত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনাকালে মামলার তিনজন আসামিকে আটক করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

গত ৯ ফ্রেব্রুয়ারি চাটখিল উপজেলা শ্রমিকদলের সদস্যসচিব হাজি মাসুদ রানা ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। আটককৃত তিনজন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা সেই মামলার আসামি।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বাউফলে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
মাগুরায় আছিয়ার বাড়িতে জামায়াত  আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা