কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা: সাবেক এমপি বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় কুমিল্লার পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার কুমিল্লা সদরের ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সদর দক্ষিণের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাভেল, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল, সাবেক পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. ইউনুছ ভূইয়া, মহানগর কৃষকলীগের আহ্বায়ক খোরশেদ আলম, কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, এমপি বাহারের জামাতা সাইফুল আলম রনি, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর শিপন, এড. আনিছুর রহমান মিঠু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম, সাবেক কাউন্সিলর শাহলম খান, মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক, যুবলীগ নেতা নাজমুল ইসলাম শাওন, পাচথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান রাফি রাজু, ইকবাল হোসেন বাহালুল, কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দর আলী, শ্রমিক লীগ নেতা হাসান খসরু, জেলা পরিষদ সদস্য এড. ফাহমিদা জেবিন, বুড়িচংয়ের আদনান হায়দার, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার প্রমুখ।
এই বিষয়ে মামলার বাদী ইনজামুল হক রানা বলেন, পুলিশ লাইনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মূল হুতা এমপি বাহার। যে ২৬১ জনের নাম উল্লেখ করে মামলা করেছি তারা সকলে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত। আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন