টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ভেকুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দাঁড়িয়ে থাকা ভেকুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ৯ নম্বর ব্রিজের আনলিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত তুষা খানের ছেলে মো. শামিম খান (৫০) এবং ঢাকার দক্ষিণ মান্ডা এলাকার ইদু মিয়ার ছেলে মামুন (৪৮)।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় ৯ নম্বর ব্রিজের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা সংস্কারকাজে দাঁড়িয়ে থাকা ভেকুর পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় ৯ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে রাস্তা সংস্কার কাজে দাঁড়িয়ে থাকা ভেকু গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া, গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা