মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে হেরোইনসহ রুবেল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার সন্ধ্যায় উপজেলার সোহাগপাড়া বাজারের বোরহান উদ্দিন সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল মিয়া উপজেলার গোড়াই জয়েরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।

বৃহস্পতিবার রুবেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

পুলিশ জানায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার রুবেল দীর্ঘদিন ধরে সোহাগপাড়া বাজার এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের অবৈধ বাজার মূল্য ১০ হাজার টাকা।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

(ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা