তেজগাঁওয়ে ৩৫ মামলার আসামি আব্বাসসহ গ্রেপ্তার ৩, মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪০
অ- অ+

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩৫ মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি আব্বাসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন, মোসা. তারা বানু (৩৪) ও মো. সেলিম (৪৩)।

বৃহস্পতিবার তেজগাঁওয়ের আলকাতরা ফ্যাক্টরি মোড় এলাকা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় সময় তাদের কাছ থেকে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার বিকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিল্পাঞ্চল থানার আলকাতরা ফ্যাক্টরি মোড়ে ব্যাটারি গলির বিপরীত পাশের ফুটপাতের বস্তিতে কয়েকজন চিহ্নিত মাদক কারবারি মাদক বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে এলাকায় অভিযান পরিচালনা করে শিল্পাঞ্চল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দলটির তৎপরতায় তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে তিন কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার সাতশত টাকা। এছাড়া গাঁজা বিক্রয়ের নগদ আরো ২৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা শামীমুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিনজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত আব্বাসের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা, তেজগাঁও থানা ও শেরেবাংলা নগর থানায় মাদকের ৩৫ টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেপ্তারকৃত তারা বানু এবং সেলিমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকের একটি করে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মালচিং প্রযুক্তিতে চাষাবাদ, কম খরচে লাভবান কৃষক
‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে’
হরিরামপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা