সিরাজগঞ্জ আ.লীগের সভাপতি, তার স্ত্রী-মেয়ে ও জামাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১
অ- অ+

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, তার স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা মেয়ের জামাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালামকে (জাহাঙ্গীর) বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। এদিন দুদকের পক্ষে উপ-পরিচালক আবু সাঈদ নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

শুনানি শেষে আদালত কে এম হোসেন আলী হাসান, তার স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা এবং মেয়ের জামাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালামকে (জাহাঙ্গীর) বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

২০২৪ সালের আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে কে এম হোসেন আলী হাসান তার মেয়ে হাসনা হেনা আত্মগোপনে রয়েছেন।

আগস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে বিএনপির তিনজন নেতাকর্মী নিহত হন। আওয়ামী লীগ নেতা হাসান আলী প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে’
হরিরামপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা