পিরোজপুরে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

পিরোজপুরের নাজিরপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগী। শনিবার সকালে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।
বরইবুনিয়া স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির (বিএসসিএ) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চলে এই চিকিৎসা ক্যাম্প।
এর মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং অর্থোপেডিক্স রোগের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া রোগীদের বিনামূল্য প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত বিএসসিএ-এর উদ্যোগে গত বছর থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
শনিবারের ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসিএ-এর সভাপতি শেখ সুজাত, সাধারণ সম্পাদক সুমন মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আসকর হোসেন, প্রচার সম্পাদক মো. রমজান শেখ, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন