পিরোজপুরে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

পিরেজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০
অ- অ+

পিরোজপুরের নাজিরপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগী। শনিবার সকালে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।

বরইবুনিয়া স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির (বিএসসিএ) উদ্যোগে আয়োজিত ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চলে এই চিকিৎসা ক্যাম্প।

এর মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং অর্থোপেডিক্স রোগের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া রোগীদের বিনামূল্য প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত বিএসসিএ-এর উদ্যোগে গত বছর থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শনিবারের ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসিএ-এর সভাপতি শেখ সুজাত, সাধারণ সম্পাদক সুমন মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আসকর হোসেন, প্রচার সম্পাদক মো. রমজান শেখ, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা