হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯
অ- অ+

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, স্বৈরাচার খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহতদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার তাদের ৬ মাস সময় অতিবাহিত করেছে কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি দেশের মানুষ দেখতে পাচ্ছে না।

শনিবার ঢাকা মহানগর উত্তর আয়োজিত পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি গুলশান ২ নম্বর থেকে শুরু করে বনানী গিয়ে শেষ হয়। এতে সংগঠনের কয়েকশত নেতাকর্মী যোগ দেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জুয়েল বলেন, দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করুন, প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন। তিনি অভিযোগ করে বলেন, আপনারা যখনি হাসিনার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে তখন একটু হম্বিতম্বি করেন কিন্তু কার্যত: এখনো হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে সেই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করেন না।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, এই অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। এদেশের জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়; জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে। তিনি অতি দ্রুত নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এর বিষয়ে বিশেষ জোর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর যুবদল এর যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা