একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন

রাজধানীর কারওয়ান বাজারের একুশে টেলিভিশনের কার্যালয় জাহাঙ্গীর টাওয়ারের আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
শনিবার রাত ৮টার পর ভবনটির নিচ তলায় ‘পেয়ালা’ নামের একটি রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান ঢাকা টাইমসকে এ তথ্য জানান।
তিনি বলেন, এদিন রাত ৮টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার জানা যায়নি।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএস/এলএম)

মন্তব্য করুন