পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬
অ- অ+

পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, যে নৌকা ডুবে গেছে সেটি আর কখনোই ভাসবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা সিদ্ধান্ত দিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয়।

আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে, সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না। বলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তাদের অবস্থানের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাবও দেয়া হয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে দলের নিবন্ধন বাতিল করে দেয়ার প্রস্তাবে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছেন বলে জানান হাসনাত আব্দুল্লাহ। বলেন, আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধাচারের যে সংস্কৃতি চালু হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো তৈরি করেছে, রাজনৈতিক দলগুলোতে অপশাসনের যে চর্চা অব্যাহত রেখেছিল, সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাই না।’ যোগ করেন হাসনাত আব্দুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জুলাই চার্টার এবং জুলাই ঘোষণার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা