তিতুমীর কলেজের দুই হলে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৯
অ- অ+

তিতুমীর কলেজ ছাত্রদলের হল শাখার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে আক্কাছুর রহমান আঁখি হল শাখার সভাপতি হয়েছেন মো. মাইন উদ্দিন তোহা আকন্দ এবং শহীদ মামুন হলের সভাপতি হয়েছেন মো. শাওন ফেরদৌস আফ্রিদি।

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব (সাধারণ সম্পাদক) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নবাগত আক্কাছুর রহমান আঁখি হলের সভাপতি মো. মাইন উদ্দিন তোহা আকন্দ বলেন, আমাকে হল শাখার সভাপতি ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসঙ্গে আমার রাজনৈতিক গুরু তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব (সাধারণ সম্পাদক) সেলিম রেজা ভাইকেও অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার রাজনীতি যেন নীতি ও আদর্শবান হয়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ মামুন হলের সভাপতি মো. শাওন ফেরদৌস আফ্রিদি বলেন, আমাকে শহীদ মামুন হলের সভাপতি ঘোষণা করায় বাংলার ছাত্র সমাজের আইকন আমাদের নেতা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি যেন আমার ওপর দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি এজন্য সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আমি যার হাত ধরে রাজনীতিতে এসেছি, যার অক্লান্ত পরিশ্রমে আমাকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় মনোনীত করা হয়েছে, এজন্য তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সেলিম রেজা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাগুরায় আছিয়ার বাড়িতে জামায়াত  আমির
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক দুলাল
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস
অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-রুপনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা