শিবচরে ডাম ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯
অ- অ+

মাদারীপুরের শিবচরে বেপরোয়া বালুর ডাম ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব সন্ন্যাসীরচর এলাকার এক্সপ্রেসওয়ের পাশে প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে এ দুর্ঘনা ঘটে।

নিহতরা হলেন— লিমন বেপারী (২১) ও নয়ন (১৮)। লিমন দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তারা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ও নয়ন গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্ন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে বালুর ডাম ট্রাকটি বেপরোয়া গতিতে ভুল পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পেছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক পলাতক।

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা