কুবি উদ্যোক্তাদের নিয়ে বসন্ত মেলা

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের উদ্যোগে বসন্ত মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী কয়েকটি স্টলও বসানো হয়েছে।

রবিবার দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন বাস মাঠে এ ব্যতিক্রমধর্মী মেলা শুরু হয়।

মেলায় অহল্যা, প্রত্নের রত্ন, কর্ণকথা, দিঘীর চাপ, প্রগতি বই ঘর সহ আরো কয়েকটি স্টল রয়েছে। এসব স্টলে গয়না, কেক, চকলেট, বই, পিঠা রয়েছে। খাবার এবং গয়না শিক্ষার্থীদের নিজেদের হাতে তৈরি।

অহল্যা স্টলের উদ্যোক্তা ফেরদৌসী আক্তার বলেন, 'আমার স্টলে ভালোই বিক্রি হচ্ছে। এরকম মেলার মাধ্যমে শিল্প উদ্যোক্তারা সকলের নিকট পণ্য পৌঁছে দিতে পারবে। নিজের ক্যাম্পাসে নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া যাবে। এমন মেলা প্রতিবছর অব্যাহত থাকুক।'

বসন্ত মেলার আয়োজন নিয়ে প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, 'বসন্তকাল বাঙালির সংস্কৃতি, হৃদয় এবং জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বসন্তের এই আনন্দকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবর্তন, প্রতিবারের ন্যায় এবারো আয়োজন করেছি প্রতিবর্তন বসন্ত উৎসব- ১৪৩১। পাশাপাশি ক্যাম্পাসের উদ্যোক্তাদের নিয়ে আমরা একটি মেলার আয়োজন করেছি। সকলের সহযোগিতায় সুন্দর একটি আয়োজন করতে পেরে আমরা উচ্ছ্বসিত।'

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা