সাতক্ষীরায় যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সাতক্ষীরা জেলা যুবলীগের কিছু নেতাকর্মী শহরে ঝটিকা মশাল মিছিল করেছেন। মিছিলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি করেছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের বকচরা মোড় বাইপাস সড়কে এই ঝটিকা মশাল মিছিল হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর হুসাইন সুজন, পৌর যুবলীগের নেতা ইউসুফ সুলতান মিলন, আশাশুনির সামসুল আলম, মুরশিদ, নাহিদসহ আরও কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
এ সময় যুবলীগ নেতারা দ্রুত সময়ের মধ্যে ড. ইউনুসের পদত্যাগ দাবি করে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন