জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুদকের অভিযান, যা যা দেখা গেল

কর্মচারী নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযোগে উল্লিখিত ইনস্টিটিউটের জন্য ক্রয়কৃত অক্সিজেন হাইপারবারিক থেরাপি (এইচবিও), হেয়ার ট্রান্সপ্লান্ট যন্ত্র এবং লেজার মেশিনগুলো পরিদর্শন করা হয় এবং সেগুলো সচল রয়েছে কিনা তা যাচাই করা হয়। এরপর অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
এছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃক ২০২১-২২ অর্থবছরে ‘ময়মনসিংহ সিটি করপোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতিকরণ প্রকল্প’ -এর কার্যক্রম বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযান পরিচালনাকারী টিম অভিযোগে বর্ণিত স্থানগুলো পরিদর্শন করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কার্যক্রমগুলো পরিমাপ করে। পরিমাপের ভিত্তিতে বিশেষজ্ঞ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।
এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সড়কের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সরেজমিনে দুদক টিম নয়টি বিদ্যালয় এবং একটি সড়ক পরিদর্শন করে। পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে পরিমাপ গ্রহণ করা হয়।
পরবর্তীতে উপজেলা এলজিইডি থেকে প্রাপ্ত রেকর্ডপত্র এবং প্রাপ্ত বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন