শ্রীপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার কেওয়া পূর্ব খণ্ডআশপাটা (উকিল বাড়ি) এলাকায় তাজউদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের শাহজাহানের মেয়ে। চার বছর আগে হাসান নামে এক রাজমিস্ত্রীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কাজ থেকে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতের খাবার খেয়ে স্বর্ণা ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহতের বাবা শাহজাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বড় ভালোবেসে মেয়েকে হাসানের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকেই টাকার জন্য আমার মেয়েকে চাপ দিতো। এক সপ্তাহ ধরে আবার টাকার জন্য চাপ দিচ্ছিল। মেয়েটা আমার কাছে টাকা নিতে আসছিল। টাকা না দিলে স্বামী তার ওপর নির্যাতন চালাবে বলে জানিয়েছিল। তার স্বামী প্রায় তাকে মারধর করতো। স্বামীর নির্যাতন সইতে না পেরে মেয়েটা আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা