চলতি ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে: উপদেষ্টা বিধান রঞ্জন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩
অ- অ+

চলতি ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ নামের একটি সংগঠন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। উপজেলার একটি রিসোর্টে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গতকাল (রবিবার) পর্যন্ত খবর হলো, তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বই ৮৫ শতাংশের বেশি মাঠপর্যায়ে চলে গেছে। আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে (সরবরাহে) পিছিয়ে ছিলাম, সেগুলোর ৮৪ শতাংশ মাঠপর্যায়ে চলে গেছে। আশা করি, ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকের (শিক্ষার্থীরা) বই পেয়ে যাবে।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবেন, সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করেন, কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুটি। প্রথমত, প্রাথমিক শিক্ষার মান যেন বাড়ে, আমরা সেই চেষ্টা করছি। দ্বিতীয়ত, আমরা দেখব, যেসব কিন্ডারগার্টেন চলে সেসব যেন আমাদের জাতীয় কারিকুলাম ফলো (অনুসরণ) করে। কারণ, আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দিই।’

সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা