বরিশালে শুভরাজ লঞ্চ আটক করেছেন শিক্ষার্থীরা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭
অ- অ+

লঞ্চের স্টাফদের হাতে মারধরের অভিযোগে ঢাকা-বরিশাল নৌরুটের যাত্রীবাহী এমভি শুভরাজ লঞ্চ আটকে দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শতাধিক শিক্ষার্থী বরিশাল লঞ্চঘাটে উপস্থিত হয়ে লঞ্চটি আটক করে।

জানা যায়, শিক্ষার্থীরা লঞ্চঘাটে যাত্রী তুলতে বাধা দেয় এবং লঞ্চটি ঘিরে রাখে। লঞ্চটি অবরুদ্ধ করে শিক্ষার্থীরা স্টাফদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় লঞ্চের স্টাফরা পালিয়ে যান।

শিক্ষার্থী জাকির হোসেন আকাশ অভিযোগ করে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময় শুভরাজ লঞ্চের স্টাফরা টিকিটের বাড়তি টাকা নিয়ে তর্কাতর্কির জের ধরে -১০ জন শিক্ষার্থীকে মারধর করেন। শিক্ষার্থীদের মারধরের ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে বরিশাল লঞ্চঘাটে শুভরাজ লঞ্চ আটকে দিয়ে বিক্ষোভ করে।

শিক্ষার্থীদের বিক্ষোভে চরম দুর্ভোগে পড়েছে ঢাকা যাওয়ার জন্য দূর-দূরন্ত থেকে আসা যাত্রীরা।

ঢাকা-বরিশাল নৌ রুটে রোটেশন প্রথার কারণে প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচল করে। শিক্ষার্থীদের বিক্ষোভে শুভরাজ লঞ্চ আটকে দেয়ায় একটি লঞ্চে যাত্রী উঠতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে বরিশাল সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকার বলেন, কয়েক দিন আগে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে শিক্ষার্থীদের সাথে শুভরাজ লঞ্চের স্টাফদের সাথে বাগবিতণ্ড হয়। ওই ঘটনার বিচার চেয়ে আজ শুভরাজ লঞ্চটি আটকে দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি হামলাকারিদের উপযুক্ত বিচার না পেলে লঞ্চঘাট ত্যাগ করবে না তারা।

ওসি আরও বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অকাল মৃত্যু ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি: ১৯ সংগঠন
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা