যে কারণে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেও আক্ষেপ হৃদয়ের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭
অ- অ+

শুরু হয়েছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মাঠের লড়াই। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। গতকাল ভারতের কাছে ৬ উইকেটের ব্যবধানে হারে টাইগাররা। বাংলাদেশ হারলেও সবার মন জয় করে নিয়েছেন তাওহীদ হৃদয়। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটাও কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে নিজের প্রথম ম্যাচে। ভারতের বিপক্ষে এই সেঞ্চুরিটা অনেকগুলো কারণে বিশেষ হয়ে থাকবে তাওহীদ হৃদয় এবং বাংলাদেশের ভক্তদের কাছে। পেশির ক্র্যাম্প নিয়ে যেভাবে লড়ে গিয়েছেন শেষ পর্যন্ত, তাতে গর্ব করার অনেক জায়গা আছে। তবে এমন অর্জনের দিনেও মন খুলে আনন্দটা করতে পারছেন না হৃদয়। কারণ দল তো হেরেছে।

প্রথম ম্যাচে ভারতের কাছে এই হার বাংলাদেশ দলের কাছে অনেক বড় ধাক্কা। কারণ এই হারে বাংলাদেশের সেমিতে ওঠার সমীকরণ এখন একটাই। বাকি দুই ম্যাচের দুটোতেই জিততে হবে টাইগারদের। তবে হৃদয় মনে করেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে হয়তো এমন সমীকরণের মুখে পড়তে হতো না বাংলাদেশকে।

ভারতের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার দিনে হৃদয়ের আক্ষেপ অনেকগুলো বিষয় নিয়ে। প্রথম আক্ষেপ, জাকেরের সঙ্গে জুটিটা যদি শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যেত। দ্বিতীয় আক্ষেপ, ইনিংসের শেষদিকে মাংসপেশিতে টান যদি না লাগতো। এর বাইরেও তার আক্ষেপ আছে বোলিং ইনিংসের শুরুতে বোলারদের অনেক রান দেওয়া নিয়ে। গতকাল (২০ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব আক্ষেপের কথা জানিয়েছেন হৃদয়।

হৃদয় বলেন, ‘আমি আর জাকের চেষ্টা করেছি। জাকের যদি শেষ পর্যন্ত থাকতে পারত, রানটা ২৭০ হতো, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারত। আমার ক্র্যাম্পটাই (মাংসপেশির টান) সমস্যা করেছে। ওটা না হলে আরও ২০–৩০ রান বেশি করতে পারতাম। এই উইকেটে ব্যাটিং করা অতটা সহজ ছিল না। তারাও ৪৭তম ওভারে গিয়ে জিতেছে। আমাদের ৩০–৪০ রান কম হয়েছে।’ হৃদয় আরও বলেন, ‘টসে জিতলে ব্যাটিং করারই পরিকল্পনা ছিল আমাদের। শুরুতে উইকেট হারানোয় রান কম হয়েছে।’

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ১৫৬ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রেখেছেন হৃদয় এবং জাকের আলী। ওই জুটি নিয়ে হৃদয় বলেন, ‘ওই সময় স্পিনারদের খেলা সহজ ছিল না। তারা ভালো বোলিং করে, ভালো জায়গায় বল ফেলেছে। পরে আমাদের রিশাদও ভালো বল করেছে। স্পিন বল খেলাটা সহজ ছিল না এখানে।’

ইনিংস বিরতিতে বিশ্লেষকদের কাছে ২২৮ রান তেমন কিছু মনে না হলেও লড়াইয়ের জন্য যথেষ্ট মনে হয়েছিল হৃদয়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে এই রান নিয়েই আমরা লড়াই করব। কিছুটা করেছিও। কিন্তু কিছু বাউন্ডারি হয়ে গেছে। নইলে ওরাও ব্যাট সহজে করতে পারেনি। খেলোয়াড় হিসেবে যেটুকু রানই করি না কেন, জেতার জন্যই খেলতে হবে।’

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৪: এস এ খালেকের উত্তরাধিকার সাজুকেই বিএনপির নির্ভরযোগ্য প্রার্থী ভাবছেন স্থানীয়রা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ ৭ জন গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা