চ্যাম্পিয়ন্স ট্রফি: নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে শাস্তিও পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫
অ- অ+

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফিন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে নেমেই হারের তিক্ত স্বাদ পেলো দলটি। নিউজিল্যান্ডের কাছে নবম আসরের উদ্বোধনী ম্যাচে তারা ৬০ রানে হেরে গেছে।

এ পরাজয়ের সঙ্গে যুক্ত হয়েছে তারকা ব্যাটার ফখর জামানের ইনজুরি। এবার স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে না পারায় আইসিসির স্লো ওভার রেটের নিয়ম ভেঙেছে মোহাম্মদ রিজওয়ানের দল। যার জন্য ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার জো উইলসন, চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি প্রদান করেন।

পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিজেদের দায় স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তিনি মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যেখানে স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের বিধান মানতে না পারলে প্রতি ওভারের জন্য শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে।

১৯৯৬ সালের পর এই প্রথম কোনো বৈশ্বিক ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। যেখানে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তারা বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে দুটি অর্ধশতক তাদের বড় হারের লজ্জা থেকে কিছুটা মুক্তি দিয়েছে। বাবর আজমের ধীরগতির ৬৪, খুশদিল শাহ’র ৬৯ এবং সালমান আলি আগার ৪২ রানের পর পাকিস্তান অলআউট হয় ২৬০ রানে। এর আগে টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২০ রান সংগ্রহ করে।

প্রথম ম্যাচে হেরেই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেলো পাকিস্তান। গ্রুপপর্বে তাদের পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংখ্যানুপাতিক পদ্ধতি জাতীয় সংসদ ছাড়া কেউ করতে পারবে না: আমীর খসরু
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেপ্তার ১ 
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা