জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৩
অ- অ+

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সংগঠক সাইফুল ইসলাম সামিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ রয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি।

এর আগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের অফিসিয়াল ফেসবুক পেইজে জামালপুরের দপ্তর সেল সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন সাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সংগঠক সাইফুল ইসলাম সামির ফেসবুকে পদত্যাগ, বিভিন্ন সময়ে বিতর্কিত ও সাংগঠনিক বহির্ভূত পোস্ট করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা হতে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এছাড়া কেন তাকে স্থায়ী বহিষ্কার হবে না তার কারণ আগামী ৭ কার্যদিবসের মধ্যে দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আফরিন আঁখি বলেন, সামিউল ইসলাম সামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার উদ্দেশ্যেই কমিটিতে এসেছিল। সে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগ করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে সেজন্যই জেলায় জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দেওয়ার হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দেশ বিনির্মাণে যে দায়িত্ব আমানত হিসেবে নিয়েছি, তা জীবন দিয়ে হলেও রক্ষা করবো।’

এ বিষয়ে অব্যাহতি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সংগঠক সাইফুল ইসলাম সামিরের বক্তব্য জানতে একাধিক চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সারাদেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির লক্ষ্যে গত বছরের (২২ নভেম্বর) জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ১৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরসরাইয়ে‌ বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা