বাংলাদেশের ভরাডুবিতে মুশফিক-মাহমুদউল্লাহ ও বিসিবিকে ধুয়ে দিলেন দীনেশ কার্তিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৩
অ- অ+

ধীরে ধীরে যেনো হারের বৃত্তে বন্দী হয়ে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়েছে বাংলাদেশের।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ২২৮ রান তোলার পর হেরেছিল ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং পিচে ২৩৬ রান করে ৫ উইকেটে হেরেছে। যেখানে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। যা দেখে এই দুই অভিজ্ঞ তারকা ও বিসিবির কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

বাংলাদেশের ইনিংস শেষে ক্রিকবাজের এক টকশো–তে এ নিয়ে কথা বলেছেন কার্তিক ও পার্থিব প্যাটেলরা। এ সময় মুশফিক-মাহমুদউল্লাহ’র সমালোচনা করে কার্তিক বলেন, ‘বাংলাদেশের দৃষ্টিটা এখন বড় পরিসরে রাখা উচিৎ। তারা কেবল দুয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেই খুশি। আমি ভেবেছিলাম মুশফিক-মাহমুদউল্লাহ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিয়ে ফেলবে। কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে, আমি আসলেই এখনও তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি। তারা ১৬-১৭ বছর একসঙ্গে খেলছে, কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি।’

একইসঙ্গে মুশফিকদের লম্বা সময় খেলার কারণে জুনিয়র ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না বলেও মনে করছেন কার্তিক, ‘তাদের এত লম্বা সময় খেলানোর মানে কী? যদি আপনি বলতেই থাকেন যে, তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটাররাই খেলে যাক, তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙা ছাড়া কিছু হবে না।’

এরপরই বিসিবির দিকে তোপ দেগেছেন সাবেক এই ভারতীয় তারকা। ঘরের মাঠে স্লো পিচ বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো করতে পারছে না বলেও মনে করেন কার্তিক, ‘যখন নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে যায়, তারা র‌্যাঙ্ক-টার্নার (স্পিন নির্ভর) উইকেট বানিয়ে সিরিজ জিতে। যদিও এর মাঝেও কখনও কখনও তাদের সাফল্য আসে না। এরপর আবার বিদেশে খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হয়।’

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। তা সত্ত্বেও বাংলাদেশের সাফল্য না পাওয়া নিয়ে কার্তিক বলেন, ‘ভারতের পর বাংলাদেশেরই একমাত্র ক্রিকেট বোর্ড আছে, যারা ঋণমুক্ত। সুতরাং তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই যে অজুহাত দেবে। তাদের সাফল্য না পাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। অথচ তাদের লক্ষ্যই থাকে সীমিত ফর‌ম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটে ভালো করা।’

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ ইনজুরির কারণে খেলতে পারেননি। চোট সারিয়ে তিনি একাদশে ঢুকেছেন কিউইদের বিপক্ষে আজকের ম্যাচে। তবে মোটেও সুবিধা করতে পারেননি ব্যাট হাতে, ১৪ বল খেলে ৪ রান করেই মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়েছেন। অন্যদিকে, মুশফিক প্রথম ম্যাচে ডাক (০) নিয়ে আউট হওয়ার পর আজ করলেন মাত্র ২ রান। এ নিয়ে সর্বশেষ তিন ওয়ানডেতে তার রান ৩।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কারফিউ জারি
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা