ঋণ নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি: এনবিআই চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান বলেছেন, দীর্ঘ দিন থেকে ঋণ নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান চালানো শুরু করা হবে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী বিভাগের সকল জেলার চেম্বার এর প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না। ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এই সমস্যা আরো তীব্র হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করার উপরেও জোর দেয়া হচ্ছে।
কর্পোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে জানিয়ে ট্যাক্স প্রদান সহজ করে সবাইকে উৎসাহিত করার পাশাপাশি তিন কোটি টাকার উপরের টার্ন অভার সহনশীল করা হবে বলেও জানান তিনি।
(ঢাকা টাইমস/২৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন