আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ জাকের-হৃদয়ের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১
অ- অ+

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ভালোই খেলছেন জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। আর এবার তার ফলও পেলেন তারা। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন এই দুই ব্যাটার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুরুষদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি।

যেখানে ১৮ ধাপ উন্নতি করেছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। বর্তমানে তিনি আছেন ৬৪তম স্থানে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ওই ম্যাচে মাত্র ৭ রান করে আউট হয়েছিলেন। কিউইদের বিপক্ষে ভালো করলে তার আরও বড় লাফ দেয়ার সুযোগ ছিল।

অন্যদিকে ভারতের বিপক্ষে ৬৮ রানের ইনিংসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের ইনিংস খেলে ৬৪ ধাপ এগিয়েছেন জাকের আলী। তিনি বর্তমানে ৯৪তম স্থানে আছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন। তিনি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে উইকেট নিয়েছেন।

কদিন আগেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছিলেন শুভমান গিল। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতের এই ওপেনার। বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন লঙ্কান স্পিনার মহেশ থিকশানা।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা