জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়: হারুনুর রশিদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘সংস্কার প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তাই বলে নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত চলবে না। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন করা যাবে না।’
তার মতে, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে দেশে অরাজকতা তৈরি হবে, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। এটি আপনারা (অন্তর্বর্তী সরকার) রোধ করতে পারবেন না।’
বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিএনপির আয়োজনে হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসা মাঠে দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বিশাল জনসভায় এসব কথা বলেন হারুনুর রশীদ।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি আয়নাঘর পরিদর্শন করেছেন। কিন্তু যারা আয়নাঘর করেছিল, তাদের বা তাদের পরিবারের কাউকে নিয়ে যান নাই। কারা আয়না ঘরগুলোকে সংস্কার করেছে, কারা এর সঙ্গে জড়িত ছিল এবং এখনো কারা জড়িত আছে- তাদের আইনের আওতায় আনুন।’
জনসভায় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন